ব্যর্থতার ১০ টি প্রধান কারন

0
1941

ব্যর্থতার ১০ টি প্রধান কারন

সফলতা কোন আকস্মিক ব্যাপার নয়। এটি আমাদের মনোভাব, দৃষ্টিভঙ্গি এবং কাজের ফল। যা আমরা নিজেরাই নির্বাচন করি। একটি বিষয়ে ব্যর্থ হওয়া মনে এই না যে সব বিষয়েই ব্যর্থ। অনেকেই মনে করে সাফল্যের জন্য উপযুক্ত গুনাবলী তাদের নেই। আজ আর সাফল্যের দিকে যাব না, আজ আলোচনা করব কোন কোন বিষয়ের জন্য ব্যক্তি জীবনে আমরা ব্যর্থ হই–

১) অধ্যবসারের অভাব।

জ্ঞান বা দক্ষতার অভাবের জন্য নয় কেবল অধ্যবসারের অভাবে বাররবার চেষ্টা করার থেকে বিরত হয় বলে অনেক মানুষ ব্যর্থ হয়। মনোবিজ্ঞানী অ্যান্জ্ঞলা ডাকওয়ার্থ গবেষণার মাধ্যমে একটি সূত্র খুঁজে পেয়েছিলেন।সেটি হলো, যেকোন সাফল্যের জন্য একাগ্রতার সঙ্গে কাজ করতে হবে।

২) তাৎক্ষণিক পুরষ্কার

একটি উদারহন দিয়ে বিষয়টি পরিষ্কার করি, মনে করেন আপনি মোটা হওয়ার চেষ্টা করছেন এবং তার জন্য ভাল খাবারও খাচ্ছেন। আপনি প্রথম দিন দুপুরে খাওয়া পর একবার, রাতে খাওয়ার পর আবার দেখছেন মোটা হয়েছেন কি না। একদিনেই কি মোটা হওয়া সম্ভব? না, তার জন্য আপনাকে সময় দিতে হবে। ঠিক তেমনি, সফলতার জন্য আপনাকে লেগে থাকতে হবে। তাড়াতাড়ি ঘুম থকে জাগিয়ে বা ঘুম পাড়িয়ে দেওয়ার জন্য মেডিসিন পাওয়া যেতে পারে কিন্তু সফলতা নয়।

৩) ঝুঁকি নিতে অনিচ্ছা

ঝুঁকি নেওয়া একটা আপেক্ষিক ব্যাপার। সময়, কাজ এবং পরিপার্শিক অবস্থা দেখে আপনাকে অবশ্যই ঝুঁকি নিতেই হবে। ঝুঁকি যদি না নিতে পারেন তাহলে মনে রাখবেন, আপনি যদি সব সময় একই কাজ করেন তাহলে সব সময় যা পেয়েছেন এখনও তাই পাবেন। তবে ঝুঁকি নেওয়া আগে, উপযুক্ত প্রশিক্ষণ,জ্ঞান-অর্জ­ন, নিজের আত্মবিশ্বাস ও যোগ্যতা থাকতে হবে।

৪) দৃঢ় বিশ্বাসের অভাব

” যদি মনে কর তুমি পারবে, কিংবা মনে কর তুমি পারবে না, দুই ক্ষেত্রেই তোমার বিশ্বাস সঠিক।” — Henry Ford

আপনি যদি নিজের কাজ নিজে সমর্থন না করতে পারেন, তবে অন্য কেউও আপনাকে সমর্থন করবে না। তাই যে কাজই করি না কেন, সে কাজের প্রতি মন থেকে ভালবাসা এবং আস্থা থাকতে হবে। আপনার যদি কোন কাজ থেকে বেরিয়ে যাওয়া কিংবা বন্ধ করে দেওয়ার পরিকল্পনা থাকে, তবে বুঝতে হবে ওই কাজের প্রতি আপনার ভালবাসা নেই। আত্মবিশ্বাসই আপনাকে লক্ষে পৌছাতে বেশি সাহায্য করবে।

৫)শৃঙ্খলাবোধের অভাব

শৃঙ্খলার অর্থ আত্মনিয়ন্ত্রণ, আত্মত্যাগ, মনোসংযোগ, প্রলোভনকে এড়িয়ে চলা এবং নিদিষ্ট লক্ষ্যে দৃষ্টি নিবন্ধ করা। একজন শৃঙ্খলাহীন ব্যক্তি একসাথে অনেক কিছুই করতে চায়। কিন্তু দিন শেষে সে কোন কাজেরই সাফল্য অর্জন করতে পারে না। আপনি কোন একটি কাজে যতই জ্ঞান, অভিজ্ঞতা থাকুক না কেন যদি সেই কাজে
শৃঙ্খলাবোধের অভাব থাকে, তাহলে কোন কাজে আসবে না।
কচ্ছপ এবং খরগোশের গল্পের দিকেই একটু খেয়াল করুন না।

৬) সহজ পথের অনুসন্ধান

মনোবিজ্ঞানী অ্যান্জ্ঞলা ডাকওয়ার্থ তার বইয়ে লিখেছেন, ‘পরিশ্রম ছাড়া আপনার প্রতিভা কিছুই না।অর্থাৎ পরিশ্রমের মাধ্যমে এই প্রতিভাকে কাজে লাগাতে হবে। সহজতর পথটি প্রকৃতপক্ষে কঠিনতর হয়ে উঠতে পারে। সহজ পথ সন্ধান মানে হচ্ছে আপনার প্রতিভা কে ধ্বংশ করা।

৭) স্বার্থপরতা ও লোভ

স্বার্থপরতা ও লোভী ব্যক্তি জীবনে সাফল্য লাভ করার কোন অধিকার থাকতে পারে না। লোভ আত্মার ক্যান্সার বিশেষ। কেউ কেউ এদের কে চোরাবালির সাথে তুলনা করেছেন। কারন এদের কে দেখা যায় না। কিন্তু একবার যদি ডোবেন আপনি ত্রুমশ নিচের দিকে নামতে থাকবেন। তাই একজন ব্যর্থ হওয়ার অন্যতম কারন হতে পারে স্বার্থপরতা এবং লোভ।

৮) উদ্দেশ্যহীনতা
“When divorced from purpose, skills are meaningless ” — Ejaj Ahmed
লক্ষ্য স্থির না করে কোন কাজে ঝাপিয়ে পড়াটা বোকামি ছাড়া আর কিছুই হতে পারে না। লক্ষ্যই যদি না থাকে তাহলে আপনি কাজটা কেনই বা করবেন। তাই, লক্ষ্য নির্ধারন না করাও ব্যর্থতার একটি কারন।

৯)কাজের পরিকল্পনা ও প্রস্তুতিতে অনিচ্ছা

একটি কাজ করার পূর্বে লক্ষ নির্ধারন করাও যেমন জরুরি, সেই কাজটি কিভাবে করব তার জন্য পরিকল্পনা ও প্রস্তুতিও তেমন জরুরি। প্রস্তুতির অর্থ পরিকল্পনা ও অনুশীলন। একটি কাজের জন্য আপনি যতটুকু প্রস্তুুতি নিয়েছেন ঠিক ততটুই আপনি সফলতা অর্জন করতে পারবেন।

১০) অতীতের ভুল থেকে শিক্ষা না নেওয়া

গর্তে পড়ে যাওয়া স্বভাবিক, কিন্ত গর্ত থকে না উঠতে পারা হচ্ছ ব্যর্থতা। জীবনে চলতে গেলে ভুল হবেই। সেই ভুল গুলা যারা সংশোধন করতে পারবে, তারাই সফলতা অর্জন করতে পারবে। আমাদের জীবন এত দীর্ঘ নয়, যে শুধুমাত্র নিজের ভুল থেকে শিক্ষা গ্রহন করলেই চলবে; অপরের ভুল থেকেও শিক্ষা নিতে হবে

 

Murad Ansary

 

Facebook Comments