স্বপ্নের বাস্তবায়নে পাঁচটি মন্ত্র
পৃথিবীতে যারা সফল হয়েছেন তাদের কে আমরা কত শ্রদ্ধা দিয়েই না স্মরণ করি। কখনো কি ভেবে দেখেছ যে তারা কিভাবে সফল হয়েছেন, কেন তারা অনেকের মাঝে অন্যতম হয়েছেন?
হ্যাঁ, তাঁরা যে মন্ত্রে এগিয়ে গিয়েছেন সাফল্যের দিকে সেই বিষয়গুলোই আজ বলব তোমাদের।
১। ইচ্ছাশক্তি
এই একটি শক্তি তোমাকে অন্যদের চেয়ে প্রথমেই অনেকটা এগিয়ে দিবে। তোমার প্রবল ইচ্ছেশক্তিই পারে তোমাকে সাফল্যের শিখরে পৌঁছে দিতে। এ জন্যই বলা হয়–
“If you will, you can win too”
ভেবে দেখ তো তোমার ইচ্ছে করে কি না বাবা–মা এর মুখে একটু হাসি ফোটাতে, তাঁদের গর্বিত করতে? তোমার কি ইচ্ছে করে না যে তুমি দেশকে সেবা করবে? তোমার কি ইচ্ছে করেনা দেশের মানুষকে সেবা করে তাদের ভালোবাসা অর্জন করতে? নিশ্চই তোমার এই ইচ্ছেগুলো আছে, এই স্বপ্নগুলো আছে। তাই স্বপ্ন বাস্তবায়নে তোমার প্রথম পদক্ষেপ হবে ইচ্ছাশক্তির সর্বোচ্চ টা নিজের মনের মাঝে স্থাপন করে নেয়া।
২। আত্মবিশ্বাস
ধর তুমি যুদ্ধে নেমেছ, দেশের হয়ে যেমন নেমেছিল আমাদের কিংবদন্তি পূর্বপুরুষেরা। একাত্তরের যুদ্ধে আমাদের অস্ত্র অনেক বেশি ছিল না, প্রশিক্ষনও ছিল খুবই স্বল্প সময়ের, আমরা সংখ্যায় ও ওদের চেয়ে অনেক কম ছিলাম। তবুও কিন্তু জয় আমাদের ই হয়েছে। সত্যি বলতে প্রবল অাত্মবিশ্বাসের জন্যই কিন্তু আমরা জয়ী হয়েছি।
তাই আত্মবিশ্বাস যখন তোমার মাঝে থাকবে তখন তুমি সবকিছু কে অনেক সুন্দরভাবে সম্পন্ন করতে পারবে। তাই নিজের ভিতর এই সত্তা টি স্থাপন করে ফেল।
Blake Lively খুব সুন্দর একটি কথা বলেছেন:-
“The most beautiful thing you can wear is confidence.”
তাই আজ থেকেই ‘আত্মবিশ্বাস‘ হোক তোমার সঙ্গী।
৩। লক্ষ্য
“Goals give you more than a reason to get up in the morning; they are an incentive to keep you going all day.”
–Harvey MacKay
তোমার জীবনে যদি একটা লক্ষ্য না থাকে তাহলে তোমার সফল হওয়াটা মন্থর হয়ে যাবে। তোমাকে একটা লক্ষ্য ঠিক করে নিতেই হবে। দেখ, তুমি যদি শূন্যে একটা তীর ছূঁড়ে দাও, তাহলে তুমি যত ভালোভাবেই তীর টা ছুঁড়ো না কেন তার মূল্য পাবে না। কিন্তু তুমি একটা লক্ষ্য ঠিক করলে এবং সেখানে ঠিক ঠিক তীর টা লাগাতে পারলে সেটার মূল্য কিন্তু অনেক বেড়ে যাবে।
এতে দু’টি কাজ হবে- তুমি লক্ষ্য টা স্থির রেখে সেই অনুযায়ী কাজ করতে পারবে এবং ঠিক ঠাক লক্ষ্য টা ছুঁতে পারবে।
৪। পরিশ্রম
“Industry is a better horse to ride than genius”
-Walter Lippman
তুমি মেধাবী না, তুমি পারবে না, তোমার দ্বারা হবেনা এগুলো হচ্ছে ভিত্তিহীন কথা। সৃষ্টিকর্তা অত্যন্ত সুবিবেচক বিশ্বাস কর। তিনি সবার ভিতর ই বেড়ে উঠার শক্তি দিয়েছেন, দিয়েছেন মেধা। শুধু তোমার সেটাকে কাজে লাগাতে হবে।
মেধাবী পরিশ্রম করে বলেই সে মেধাবী, তুমি যদি পরিশ্রম কর তখন তুমিও যে কোনো ক্ষেত্রে পারদর্শী হয়ে উঠবে।
তাই তুমি মেধাবী না হয়ে পরিশ্রমী হও, জীবন দেখবে সাফল্যমন্ডিত হতে বাধ্য তখন।
৫। ভালোবাসা
পৃথিবীর সবচেয়ে বড় শক্তি ‘ভালোবাসা‘। ভালোবাসা দিয়ে জয় করা যায়না এমন কিছুই নেই। শুধু তুমি যা চাও সেটা মনে–প্রাণে চাইতে হবে। অর্থাৎ, সেই বিষয়টাকে পুরোপুরিভাবে ভালোবাসতে হবে।
এই বিষয়টা অনেকটা নিউটনের তৃতীয় সূত্রের মতো:-
“তুমি যতটুক ভালোবাসবে একটা কাজ কে, ঠিক ততটুকুই সাফল্য পাবে সেই কাজের।”
তাই তোমার লক্ষ্য যেটা তা মন–প্রাণ দিয়ে করার চেষ্টা কর, সেটা কে ভালোবেসে গ্রহণ কর। দেখবে সেই ভালোবাসার মূল্য তুমি ঠিক ই পাবে।
তোমাদের সবার জন্য অনেক অনেক শুভ কামনা রইল। বিজয় তোমাদের হবেই সেই প্রত্যয় ব্যাক্ত করছি। অনেক অনেক ভালো থাক তোমরা সবাই।
_________________________
সালমান হায়দার